ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মৃত্যু সংখ্যা লাখ ছুঁই ছুঁই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ২৬, ২০২০
যুক্তরাষ্ট্রে মৃত্যু সংখ্যা লাখ ছুঁই ছুঁই

করোনা ভাইরাস বিপর্যয় সবচেয়ে বেশি যে দেশে তাণ্ডব চালিয়েছে, সেই যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু সংখ্যা লাখ ছাড়িয়ে যাচ্ছে। জনস হপকিন্স বলছে, দেশটিতে বর্তমানে মোট মৃত্যু ৯৮ হাজার ২২৩। আর ওয়ার্ল্ডোমিটার বলছে, ৯৯ হাজার ৮১৩ মৃত্যু। অর্থাৎ লাখ ছুঁই ছুঁই অবস্থা।

মঙ্গলবার (২৬ মে) জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৬২ হাজার ৭৬৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন তিন লাখ ৭৯ হাজার ১৫৭ জন।

আর ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫০৫ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে মোট মৃত্যু ৯৯ হাজার ৮১৩। এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ছয় হাজার ২২৬। এরমধ্যে আবার সুস্থ হয়েছেন চার লাখ ৬৪ হাজার ৭২৮ জন।

ন্যাশনাল মেমোরিয়াল ডে আয়োজনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মৃত সংখ্যা কমতে শুরু করায় করোনা ভাইরাস জয়ের পথে আমরা। শিগগিরই জয় করব সে প্রত্যাশা আমাদের। যদিও দেশটিতে এখনও ৫০৫ মৃত্যু ২৪ ঘণ্টা হিসেবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ২৬, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।