ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জিহাদি হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জুন ১০, ২০২০
নাইজেরিয়ায় জিহাদি হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত নাইজেরিয়া

উত্তর-পূর্ব নাইজেরিয়ার সন্দেহভাজন জিহাদিদের হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

মঙ্গলবার (০৯ জুন) বিকেলে বন্দুকধারীরা দেশটির গুবিও জেলার প্রত্যন্ত গ্রাম বোর্নোতে প্রবেশ করে হত্যাকাণ্ড চালায় বলে জানানো হয়েছে।  

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি আরও জানায়, গ্রামটিতে ধ্বংসলীলা চালানো হয়েছে।

 

তবে এখনও কোনো গ্রুপ এই হামলার দাবি করেনি।

নিউজ অ্যাজেন্সি এএফপি জানিয়েছে, ৫৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ৬৯ জনকে হত্যা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।  

গণমাধ্যমটি আরও জানায়, জঙ্গিরা তাদের গতিবিধির বিষয়ে নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ভাগাভাগি করার সন্দেহ করেছিল গ্রামবাসীদের।  

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, জুন ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।