ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: ভারতে একদিনে ৩৫৭ মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুন ১১, ২০২০
করোনা: ভারতে একদিনে ৩৫৭ মৃত্যুর রেকর্ড ছবি: সংগৃহীত

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯ হাজার ৯৯৬। এসময়ের মধ্যে এ রোগে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে এ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে তিন শতাধিক মৃত্যু হয়েছে।

দেশটিতে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১০২ জন।

ভারতে টানা নয়দিন ধরে দৈনিক নয় হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। মোট শনাক্ত রোগী ২ লাখ ৮৬ হাজার ৫৭৯ জন, যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। তাদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৪১ হাজার ২৯ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত রোগী ৯৪ হাজার ৪১ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুন ১১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।