ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের ২ কর্মচারী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ১৫, ২০২০
পাকিস্তানে ভারতীয় দূতাবাসের ২ কর্মচারী নিখোঁজ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দায়িত্বরত অবস্থায় ভারতীয় দূতাবাসের দুই কর্মচারী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সোমবার (১৫ জুন) সকাল থেকে ওই দুই কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ভারতের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’র গাড়ির চালক।

 

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ, এনডিটিভির খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের বাইরে কাজে গিয়ে তারা নিখোঁজ হন। এরই মাঝে এ ব্যাপারে পাকিস্তানি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ওই দুই কর্মী কয়েক ঘণ্টা ধরে নিখোঁজ বলে জানানো হয়। এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ একটি অভিযোগও দাখিল করেছে বলে খবরে জানানো হয়।  

কয়েকদিন আগে ভারতের রাজধানী নয়াদিল্লীস্থ পাকিস্তানি দূতাবাসের দুই কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত। গুপ্তচরবৃত্তিকালে তারা হাতেনাতে ধরা পড়ে বলে ভারতের দাবি। পড়ে ওই দুজনকে ভারতে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। ওই ঘটনার পরপরই ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হলো।   

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ১৫, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।