ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত-চীন সীমান্তে উত্তেজনা, কাশ্মীরে আক্রমণাত্মক পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, জুন ১৬, ২০২০
ভারত-চীন সীমান্তে উত্তেজনা, কাশ্মীরে আক্রমণাত্মক পাকিস্তান!

ভারত-চীন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে দুই পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে। দীর্ঘ ৪৫ বছর পর এ সীমান্তে রক্তপাত শুরু হলো। 

চীনের গ্লোবাল টাইমস জানিয়েছে, শান্তিরক্ষার বার্তা মেনে চীনা সেনারা যখন সীমান্ত থেকে ধীরে ধীরে পিছিয়ে আসছিল তখন হঠাৎ গুলি চালায় ভারত। তাতে চীনের পাঁচ সেনা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন।

অন্যদিকে ভারতের এক সেনা কর্মকর্তা ও দুই জওয়ান নিহত হওযার খবর পাওয়া গেলেও ভারতের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।  

তবে দুই দেশের সীমান্ত পরিস্থিতি বর্তমানে বেশ উত্তপ্ত। ঘটনার পরই ভারতের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে শুরু হয়েছে জোর বৈঠক।

অন্যদিকে, এই সুযোগে কাশ্মীরে পাক-ভারত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন শুরু করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের নৌসেরা সেক্টরে লাগাতার হামলা চালিয়েছে পাকিস্তানের সেনার। জবাব দিয়ে যাচ্ছে ভারতীয় সেনাও। দু’পক্ষের গোলাগুলিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ