ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা পরীক্ষা কমিয়ে ফেলতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, জুন ২১, ২০২০
করোনা পরীক্ষা কমিয়ে ফেলতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

মহামারি করোনা ভাইরাসের কঠিন এই সময়েও এই রোগ শনাক্তের পরীক্ষা কমিয়ে ফেলতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওকলাহোমার তুলসা শহরে নিজের নির্বাচনী সমাবেশে এমনটি জানান তিনি। এছাড়া তিনি করোনাকে ‘কুং ফ্লু’ হিসেবে আখ্যা দেন এবং আসছে শরতেই দেশের বিদ্যালয়গুলো খুলে দেয়ার কথা জানান।

ট্রাম্প ও তার সরকালের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স জানান, পরীক্ষা করার ফলেই করোনা বেশি শনাক্ত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এদিন আরও একবার কোভিড-১৯ রোগের জন্য চীনকে দায়ী করেন।

আর এটি চায়ানা থেকে এসেছে ও এটি চাইনিজ ভাইরাস। তিনি বলেন, আমরা এই পরিস্থিতিতে দারুণ কাজ করছি. তবে যত বেশি পরীক্ষা হবে তত রোগী শনাক্ত হবে।

ট্রাম্পের পুনর্নির্বাচনের ঠিক আগে করোনা মহামারি অনেক কিছুই বদলে দিয়েছে। বিভিন্ন রাজ্যে তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে।

যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরকানসাস, টেক্সাস, অ্যারিজোনা, অ্যালাবামা, ওকলাহোমা, ফ্লোরিডাসহ অন্তত ২০টি রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। তবে এসব বিষয় আমলে না নিয়ে সবকিছু স্বাভাবিক আছে বলে ট্রাম্প প্রশাসন থেকে জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুন ২১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।