ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ ক্যারোলিনায় নাইটক্লাবে গুলি, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, জুলাই ৫, ২০২০
দক্ষিণ ক্যারোলিনায় নাইটক্লাবে গুলি, আহত ১২ সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার গ্রিনভিলে একটি নাইটক্লাবে কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রিনভিলে শেরিফ ডিপার্টমেন্টের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ওই কর্মকর্তা জানান, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১টা ৫১ মিনিটে হোয়াইট হর্স রোডের লাভিশ লাউঞ্জে বন্দুক হামলার খবর পায় শেরিফ ডিপার্টমেন্ট।

হামলায় কোন প্রাণহানি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।