ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

টিকটকসহ চীনা অ্যাপ নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, জুলাই ৭, ২০২০
টিকটকসহ চীনা অ্যাপ নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র মাইক পম্পেও

জাতীয় নিরাপত্তা ইস্যুতে টিকটকসহ সকল চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘অতি অবশ্যই’ ভাবছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সোমবার (০৬ জুলাই) গভীর রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

পম্পেও বলেন, আমি রাষ্ট্রপতির (ডোনাল্ড ট্রাম্প) সামনে যেতে চাই না, তবে এটি এমন কিছু যা আমরা ভেবে দেখছি।

সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তার বিষয়টি উত্থাপন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, যুক্তরাষ্ট্র টিকটকসহ চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করবে কিনা।

ইতোমধ্যে ভারতে নিষিদ্ধ করা হয়েছে, অস্ট্রেলিয়াও জানিয়েছে যে তারাও একই ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করবে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।