ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরের অনন্তনাগে জাবিদ আবিদির স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
কাশ্মীরের অনন্তনাগে জাবিদ আবিদির স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট প্রতীকী

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের সরকারি ডিগ্রি কলেজে বিশেষভাবে সক্ষম বালকদের জন্য আয়োজিত দুদিনব্যাপী জাবিদ আবিদি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

এ টুর্নামেন্টটি অনন্তনাগের জেলা প্রশাসনের পক্ষ থেকে হিউম্যানিটি ওয়েলফেয়ার অরগানাইজেশনের সহযোগিতায় আয়োজন করা হয়েছে।

 

টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়। দলগুলো হলো- অনন্তনাগ, পুলওয়ামা, কুলগামের দুটি করে মোট ৬টি এবং বুদগাম-সোপিয়ানের একটি করে মোট ২টি।

অনন্তনাগ (এ) ৬৪ রানে পুলওয়ামাকে (এ) হারিয়ে টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে।

অনন্তনাগ জেলার ডেভেলপমেন্ট কমিশনার (ডিডিসি) কে কে সিদ্ধাহ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের সদস্যদের স্পোর্টস কিটস, ট্রফি, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।

কে কে সিদ্ধাহ বলেন, এ টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য হলো, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অনুপ্রাণিত করা এবং তাদের মুখে হাসি ফোটানো।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।