ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

চীনকে ‘চড়া মূল্য’ দিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
চীনকে ‘চড়া মূল্য’ দিতে হবে: ট্রাম্প ...

চীনের বিরুদ্ধে ফের করোনা ভাইরাস বিশ্বে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে এর জন্য চীনকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি টুইটারে পোস্ট করা এক ভিডিওতে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর জাস্ট আর্থ নিউজের।

ভিডিওতে তিনি বলেন, চীন বিশ্বের সঙ্গে যা করেছে তার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।

প্রতিবেদনে বলা হয়, চীন থেকে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর এ রোগ থেকে মানুষকে বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশ হিমশিম খাচ্ছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে হোয়াইট হাউসে ফিরে আসার ৫০ ঘণ্টা পর ট্রাম্প এ বার্তা দিলেন।

এ ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ২০ হাজারের মতো মানুষের। এতে আক্রান্ত হয়েছেন ৮ লাখের কাছাকাছি।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে  প্রায় ১০ লাখ ৭৮ হাজার মানুষের। এতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।