ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান আর্মির মদদপুষ্ট সন্ত্রাসীদের চেষ্টা বানচাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
পাকিস্তান আর্মির মদদপুষ্ট সন্ত্রাসীদের চেষ্টা বানচাল ...

পাকিস্তান সেনাবাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসীদের অস্ত্র পাচারের একটি চেষ্টা বানচাল করে দিয়েছে উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।

ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসীদের অস্ত্র পাচারের একটি চেষ্টা বানচাল করে দেওয়া হয়েছে।

 

শুক্রবার (১০ অক্টোবর) অস্ত্র পাচারের সময় ৪টি একে ৭৪ রাইফেল, আটটি ম্যাগাজিন, এবং ২৪০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। খবর ইয়াহু নিউজের।

জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে সেনাসদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

চিনার কর্পসের জিওসি লেফট্যানেন্ট জেনারেল রাজু বলেন, আমাদের সতর্ক সেনাসদস্যরা নজরদারি ডিভাইস ব্যবহার করে পাকিস্তান থেকে পাচার হওয়া অস্ত্র জব্দ করে। এ থেকে

বোঝা যায় পাকিস্তান এবং সন্ত্রাসীদের উদ্দেশ্য একই। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।