ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী আসিম বাজওয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, অক্টোবর ১৪, ২০২০
পদত্যাগ করলেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী আসিম বাজওয়া লেফট্যানেন্ট জেনারেল (অব.) আসিম সেলিম বাজওয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগি লেফট্যানেন্ট জেনারেল (অব.) আসিম সেলিম বাজওয়া তথ্য ও সম্প্রচার সম্পর্কিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর (এসএপিএম) পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (১২ অক্টোবর) তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি, আমাকে যেন তথ্য ও সম্প্রচার সম্পর্কিত এসএপিএম-এর অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি আমার অনুরোধ রেখেছেন।

তথ্য ও সম্প্রচার সম্পর্কিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করলেও আসিম বাজওয়া চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।