ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ‘টুইন আইল্যান্ড’ নির্মাণের পরিকল্পনা, সিন্ধুতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, অক্টোবর ১৪, ২০২০
পাকিস্তানে ‘টুইন আইল্যান্ড’ নির্মাণের পরিকল্পনা, সিন্ধুতে বিক্ষোভ পাকিস্তানে ‘টুইন আইল্যান্ড’ নির্মাণের পরিকল্পনা, সিন্ধুতে বিক্ষোভ

পাকিস্তানে করাচির কাছে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের ‘টুইন আইল্যান্ড’ নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছে সিন্ধু প্রদেশের জনগণ।

সিন্ধু তারাকি পসন্দ পার্টি (এসটিটিপি) সহ সিন্ধুভিত্তিক রাজনৈতিক দলগুলোর কয়েকশ’ নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে যোগ দেন।

সিন্ধু প্রদেশের রাজধানী করাচির কাছে ডিঙ্গি এবং ভুন্দরে টুইন আইল্যান্ড নির্মাণের পরিকল্পনা করছেন ইমরান খান। আর এ নির্মাণ কাজের দায়িত্ব নিতে পারে চীন। এ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সিন্ধু।

মালির থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি গভর্নরের হাউসে গিয়ে শেষ হয়। পরে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির উদ্দেশে একটি চিঠি দেন রাজনৈতিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এফএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।