ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সিন্ধুতে মন্দির ভাঙচুরের অভিযোগে আটক ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, অক্টোবর ১৫, ২০২০
সিন্ধুতে মন্দির ভাঙচুরের অভিযোগে আটক ১ পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি মন্দিরে ভাঙচুর

পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাদিন জেলার প্রত্যন্ত অঞ্চলে একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ।

আটক মুহম্মদ ইসমাইল ওরফে ছত্তো শেদির বিরুদ্ধে অভিযোগকারী অশোক কুমারের পক্ষে এফআইআর দায়ের করা হয়েছে।

এফআইআর-এর অনুলিপি অনুসারে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে অভিযোগকারী অশোক কুমার পুলিশকে বলেন, তাদের গ্রাম সামো গোথের একটি মন্দিরে ভাঙচুর করেছেন করিয়ো গনোয়ার শহরের বাসিন্দা ইসমাইল। ইসমাইল মন্দিরে রাখা প্রতিমাগুলি ভাঙচুর করে পালিয়ে যান।

বাদিন পুলিশের এক মুখপাত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, এফআইআর দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত ইসমাইলকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ নাকি ইচ্ছাকৃতভাবে প্রতিমা ভাঙচুর করেছেন তা আমরা এখনও নিশ্চিত নই।

পুলিশের ওই মুখপাত্র আরও জানিয়েছেন, মামলার তদন্ত চলছে। বাদিন পুলিশের এসএসপি শাবির শেঠ ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।