ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রবার্ট ডেসট্রোর সঙ্গে সাক্ষাৎ করলেন লবসাং সাংয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
রবার্ট ডেসট্রোর সঙ্গে সাক্ষাৎ করলেন লবসাং সাংয়ে এই ছবিটি পোস্ট করেন লবসাং সাংয়ে

সদ্য নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের তিব্বত বিষয়ক বিশেষ সমন্বয়কারী রবার্ট ডেসট্রোর সঙ্গে সাক্ষাৎ করলেন তিব্বতের নির্বাসিত সরকারের প্রেসিডেন্ট লবসাং সাংয়ে।

বৃহস্পতিার (১৫ অক্টোবর) লবসাং রবার্ট ডেসট্রোর সঙ্গে সাক্ষাৎ করেন।

খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

সাংয়ে ডেসট্রোর সঙ্গে ফেসবুকে একটি ছবি পোস্ট করে লেখেন, তিব্বতের ইস্যুতে বিশেষ সমন্বয়কারী রবার্ট এ ডেসট্রোর সাক্ষাৎ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। ছয় দশকের মধ্যে এই প্রথমবারের মতো, কেন্দ্রীয় তিব্বত প্রশাসনের (সিটিএ) একজন সিকিয়ংকে (রাষ্ট্রপতি) স্টেট ডিপার্টমেন্টের ভেতরে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলো।
ডেসট্রোকে নিয়োগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ধন্যবাদ জানিয়েছেন সাংয়ে।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার তিব্বত সম্পর্কিত সমস্যা নিরসনে রবার্ট ডেসট্রোকে বিশেষ সমন্বয়কারীর দায়িত্ব দেয়। দেশটির এ পদক্ষেপ চীনের ওপর চাপ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।