ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজপুত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, অক্টোবর ২২, ২০২০
সৌদি আরবের রাজপুত্রের মৃত্যু

সৌদি আরবের রাজপুত্র নাওয়াফ বিন সাদ বিন সউদ বিন আবদুল আজিজ আল সাউদ মারা গেছেন। তবে কখন এবং কীভাবে তিনি মারা গেছেন তা জানায়নি রাজপরিবার।

 

দেশটির বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে আরব নিউজ শুধু তার জানাজার খবর জানিয়েছে।  

মঙ্গলবার রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হয় বলে খবরে বলা হয়েছে।  

রাজপুত্র নাওয়াফের মৃত্যুতে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সৌদি বাদশাহ সালমানের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

সৌদি আরবের রাজপরিবারের কেউ মারা গেলে সাধারণত গোপনীয়তা রক্ষা করা হয়। শুধু মৃত্যুর সময় ও জানাজার বিষয়টি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয়ে থাকে। সূত্র: আরব নিউজ

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।