ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহানবীকে (সা.) অবমাননা: ফ্রান্সের নাম উল্লেখ না করে সৌদির প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
মহানবীকে (সা.) অবমাননা: ফ্রান্সের নাম উল্লেখ না করে সৌদির প্রতিবাদ সৌদি আরবের পতাকা

মহানবী হজরত মুহাম্মাদকে (সা.) অবমাননার ঘটনায় অবশেষে প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায়।

তবে এ বিবৃতিতে ফ্রান্সের নাম উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মহানবী হজরত মুহাম্মাদকে (সা.) নিয়ে আপত্তিকর কার্টুন প্রকাশ বা সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর সব ধরনের উদ্যোগের নিন্দা জানাচ্ছে রিয়াদ।

কিন্তু অপরাধী কে, সেটি বিবেচনা না করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। এছাড়া এ ঘটনায় প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে বাড়াবাড়ি না করতেও উৎসাহিত করা হয়েছে।  

এদিকে, এ ঘটনায় অন্যান্য মুসলিম দেশের পক্ষ থেকে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হলেও সৌদি আরব তা করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাই। সম্মান, সহনশীলতা ও শান্তি এগিয়ে নিতে বুদ্ধিদীপ্ত ও সাংস্কৃতিক স্বাধীনতার আহ্বান জানাচ্ছি। বিবৃতিটি দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।