ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনের পর স্বাস্থ্য বিশেষজ্ঞ ফাউসিকে বরখাস্ত করার ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
নির্বাচনের পর স্বাস্থ্য বিশেষজ্ঞ ফাউসিকে বরখাস্ত করার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ঢাকা: নির্বাচনের পর মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থোনি ফাউসিকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (০১ নভেম্বর) ফ্লোরিডায় এক সমাবেশে অংশ নিয়ে তিনি এ ইঙ্গিত দেন।

দিনভর নির্বাচনী প্রচার চালানোর পর ওইদিন মধ্যরাতে ফ্লোরিডার সমাবেশে অংশ নেন ট্রাম্প। সেখানে করোনা সংক্রান্ত মিডিয়া কাভারেজের সমালোচনা করেন তিনি। তখন সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ফাউসিকে বরখাস্ত করা হোক’ বলে চিৎকার করতে থাকে।

তখন ট্রাম্প বলেন, ‘আর কাউকে বলবেন না। আমাকে নির্বাচনের পর কিছু সময় পর্যন্ত অপেক্ষা করতে দিন। আমি এ পরামর্শকে স্বাগত জানাই। ’

তবে ট্রাম্প দাবি করেন, ‘ফাউসি একজন দারুণ মানুষ, তবে তিনি অনেক ভুল করেছেন। ’

প্রাণঘাতী করোনায় এ পর্যন্ত আমেরিকায় দুই লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে দেশটিতে রেকর্ড পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। শুরু থেকেই ট্রাম্প করোনা ভাইরাসের বিষয়ে অবজ্ঞাসূচক বক্তব্য দিয়ে চলেছেন। এজন্য তার বিরুদ্ধে আগাগোড়া সমালোচনা করে আসছেন ডক্টর ফাউসি।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।