ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আমি শুনছি, আমরা সর্বত্র এগিয়ে আছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৪, নভেম্বর ৪, ২০২০
আমি শুনছি, আমরা সর্বত্র এগিয়ে আছি: ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

নিজ দলের প্রচারণা কর্মীদের উজ্জীবিত রাখতে ভার্জিনিয়ার রিপাবলিকান পার্টির সদর দফতরে প্রচার অভিযান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খবর সিএনএন নিউজের।

 

এ সময় তিনি প্রতিবেদকদের বলেন, ‘আমি শুনেছি আমরা ফ্লোরিডায় ভাল করছি এবং অ্যারিজোনায়ও ভাল করছি। আমরা অবিশ্বাস্যভাবে ভাল করছি টেক্সাসেও। আমরা করছি, আমি মনে করি, আমরা করছি...আমি শুনছি, আমরা সর্বত্র এগিয়ে আছি। মনে হয়, দারুণ এক রাত পেতে যাচ্ছি আমরা। ’ 

আত্মবিশ্বাসী ট্রাম্প আরও বলেন, ‘আমি খুব ভাল অনুভব করছি। ’ 

এর আগে ট্রাম্প আমেরিকার নাগরিকদের দেওয়া এক বার্তায় জানান, ‘প্রত্যেকের একত্র হওয়া উচিত, এবং সাফল্য আমাদের একত্রিত করে। ’ 

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।