ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: এপ্রিলের পর গত ২৪ ঘন্টায় ফ্রান্সে রেকর্ড মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
করোনা: এপ্রিলের পর গত ২৪ ঘন্টায় ফ্রান্সে রেকর্ড মৃত্যু

কোভিড-১৯ ফের আতঙ্কগ্রস্থ করে তুলেছে ফ্রান্সকে। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দেশটিতে আরও ৮৫৪ জনের মৃত্যু হয়েছে।

 

যা ১৫ এপ্রিলের পর দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।  মঙ্গলবার (০৩ নভেম্বর) ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক তথ্যে এমনটায় জানায়। খবর সিএনএন।  

বর্তমানে করোনায় ফ্রান্সে গড়ে ১ মিনিট ৪১ সেকেন্ড পর পর একজনের মৃত্যু হচ্ছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ৩৮,২৮৯ জন।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬,৩৩০ জন করোনা রোগী শনাক্ত করেছে। এ নিয়ে ফ্রান্সে মোট আক্রান্ত ছাড়ালো ১.৫ মিলিয়ন।  

তারমধ্যে বর্তমানে ৩৮৬৯ জন রোগী ইনটেন্সিভ কেয়ার ইউনিটে আছেন। যা গত মাসের চেয়ে তিনগুণ বেশি। ০৩ অক্টোবরে ১২৮৯ জন করোনা রোগী ছিলেন আইসিউতে।

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।