ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

এখনও এগিয়ে বাইডেন, ব্যবধান বাড়ছেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
এখনও এগিয়ে বাইডেন, ব্যবধান বাড়ছেই জো বাইডেন

মার্কিন নির্বাচনের ভোটগ্রহণ শেষের পথে। এরই মধ্যে বেশকিছু অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়েছে।

কোনো কোনোটিতে ভোট গণনা শেষের পথে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসের ক্ষমতা পাওয়ার লড়াই জমে উঠেছে।

ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প  ও বাইডেনের ভোটের ব্যবধান।  

এরই মধ্যে জানা গেছে, ২০৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। জয়ের জন্য বাইডেনের দরকার ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট।  

এদিকে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ১১৮টিইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।