ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে আবারও দুই মুসলিম নারীর বিজয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
মার্কিন নির্বাচনে আবারও দুই মুসলিম নারীর বিজয় রাশিদা তালিব ও ইলহান ওমর

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। তবে এরই মাঝে স্থানীয় পর্যায়ে দুই মুসলিম নারী বিজয়ী হয়েছেন।

দুজনই দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয় লাভ করেছেন এবং দুজনই ডেমোক্র্যাট প্রার্থী।

৪১ বছর বয়সী ইলহান ওমর মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমালীয় বংশোদ্ভুত ইলহান নিজ জেলা মিনেসোটাতে বিপুল ভোটে জয়ী হয়েছেন। ৯৭ শতাংশ ভোটারের ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ল্যাসি জনসনকে হারিয়েছেন ইলহান ওমর। এর আগে ২০১৬ সালে মিনেসোটা রাজ্য সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

অন্যদিকে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব। মিশিগানের ১৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়েছেন রাশিদা। এই পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।

দ্বিতীয় মেয়াদে কোভিড-১৯ মোকবিলায় অগ্রাধিকার দিয়ে কাজ করার পাশাপাশি ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় চাপ সৃষ্টির জন্য অব্যাহত কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাশিদা তালিব।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০ 
এসএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।