ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কাশ্মীর সীমান্তে মাশরুম চাষে স্বাবলম্বী নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
উত্তর কাশ্মীর সীমান্তে মাশরুম চাষে স্বাবলম্বী নারীরা

কাশ্মীরের অসাধারণ জলবায়ু বিভিন্ন প্রজাতির মাশরুম চাষের উপযোগী। উত্তর কাশ্মীরের সীমান্তবর্তী কুপওয়ারা অঞ্চলের নারীরা মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন।

কুপওয়ারা জেলার নারীরা স্থানীয় বাজারে বিক্রির জন্য বিভন্ন প্রজাতির মাশরুম চাষ করছেন। মাশরুম চাষের মধ্য দিয়ে উপত্যকার এই নারীরা নিজেদের অস্বচ্ছল পরিবারে অবদান রাখতে পারছেন।

তারা বলছেন, লিঙ্গভিত্তিক বৈষম্যের কারণে এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। ভারতে নারীদের কাজের অংশগ্রহণের হার ২৫.৬ শতাংশ এবং জম্মু ও কাশ্মীর অঞ্চলে সেটা আরও কম, ২২.৫ শতাংশ।

বর্তমানে কুপওয়ারা জেলার নারীরা মাশরুম চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত।

সূত্র: সিঙ্গাপুর পোস্ট

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।