ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিব্বতি গায়ককে ছয় বছরের কারাদণ্ড দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
তিব্বতি গায়ককে ছয় বছরের কারাদণ্ড দিল চীন লুন্দ্রুব ডাকপা

জনপ্রিয় তিব্বতি গায়ক লুন্দ্রুব ডাকপাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিব্বতে চীনের দমনমূলক কৌশল নিয়ে গান গাওয়ার ফলে তাকে এ দণ্ড দেওয়া হয়।

সম্প্রতি ডাকপাকে এ সাজা দেওয়া হয় বলে জানায় তিব্বত বিষয়ক ওয়েবসাইট তিব্বত ডট নেট।

একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, দ্রিরু কাউন্টির নাগচু শহরের ৩৬ বছর বয়সী ডাকপাকে ২০১৯ সালের মে মাসে আটক করা হয়। তাকে আটক করা হয় ‘ব্ল্যাক হ্যাট’ শিরোনামের তার একটি অ্যালবাম প্রকাশিত হওয়ার দুই মাস পর।

‘বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এ গায়কের বিরুদ্ধে। এ অভিযোগের ওপর ভিত্তি করে তিব্বতের একটি আদালত তাকে ২০২০ সালের জুন থেকে ছয় বছরের কারাদণ্ডের সাজা দেন।

২০১৯ সালে তাকে আটকের পর থেকে মারধর, জিজ্ঞাসাবাদ এবং নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।