ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাইডেনের বাড়ির ওপর দিয়ে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
বাইডেনের বাড়ির ওপর দিয়ে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা

মার্কিন নির্বাচনের সবশেষ ফলাফল অনুযায়ী প্রেসিডেন্ট পদে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। সূত্র: ফক্স নিউজ।

এ অবস্থায় বাইডেনের ব্যক্তিগত নিরাপত্তা বাড়িয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এরই অংশ হিসেবে বাইডেনের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনের বাড়ি ও আশপাশের এলাকায় সাময়িকভাবে প্লেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ‘নো ফ্লাইং জোন’ ঘোষণা করেছে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত সিক্রেট সার্ভিস সদস্য।  

নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা করা না হলেও বিভিন্ন রাজ্যের ফলাফলে দেখা যাচ্ছে যে বাইডেনই হতে যাচ্ছেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট।

এ পর্যন্ত তিনি ২৬৪ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। যেখানে ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল ভোট।

ফলে মার্কিন গোয়েন্দা সংস্থা শুক্রবার থেকে সম্ভাব্য প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা জোরদার করেছে।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।