ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে: ল্যারি কাডলো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে: ল্যারি কাডলো ল্যারি কাডলো

হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গেলে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে। আর এতে কোনো ব্যত্যয় ঘটবে না বলেও জানান তিনি।

পেনসিলভানিয়ায় জো বাইডেন ভোট প্রাপ্তির ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে এগিয়ে যাওয়ায় শুক্রবার (৬ নভেম্বর) কাডলো এই আভাস দেন। তিনি বলেন, এটি (যুক্তরাষ্ট্র) বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ। আমরা আইনের শাসন মেনে চলি। তাই প্রেসিডেন্টও তা মানবেন।

কিছু জিনিস পরিষ্কার হওয়া বাকি আছে উল্লেখ করে কাডলো বলেন, এ ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই। আমি এটি প্রচার শিবিরের ওপরই ছেড়ে দিচ্ছি।  

তিনি বলেন, তবে আমরা শান্তিপূর্ণভাবেই চলবো, যেমনটা আমরা সব সময়ই করি।  

উল্লেখ্য, জো বাইডেন পেনসিলভেইনিয়ায় জয়ী হতে পারলেই তার ইলোকটোরাল ভোট হয়ে যাবে ২৭৩, অর্থাৎ, তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পৌঁছে যাবেন হোয়াইট হাউজে।

সূত্র: দা হিল

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।