ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঐতিহাসিক জয় পেতে যাচ্ছি: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
ঐতিহাসিক জয় পেতে যাচ্ছি: বাইডেন জো বাইডেন

‘আমরা ঐতিহাসিক জয় পেতে যাচ্ছি’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।  

তিনি বলেছেন, “স্পষ্টত আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

এ নির্বাচনে আমরা জয়ী হতে চলেছি। বিজয় ঘোষণা শুধু সময়ের ব্যাপার। ”

স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন বাইডেন। আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।

ভাষণে বাইডেন বলেন, “এটি পরিষ্কার, আমরা জয়ী হতে চলেছি। আমার রানিং মেট কমলা হ্যারিস এরইমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে মিটিংও করেছেন। তারা হোয়াইট হাউসের জন্য প্রস্তুত রয়েছেন। ”

তিনি বলেন, “আমরা সাত কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এতো বেশি ভোট আর কোনো প্রেসিডেন্ট পাননি। ”

গত তিন দিন ধরে মার্কিন নির্বাচনের ভোট গণনা চলছে। এ পর্যন্ত ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। অন্যদিকে ২১৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪টি রাজ্যের ভোট গণনা এখনও চলছে। এর মধ্যে তিনটিতে এগিয়ে আছেন বাইডেন।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।