ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাত যত বেড়েছে, রহস্যজনকভাবে পিছিয়ে পড়েছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
রাত যত বেড়েছে, রহস্যজনকভাবে পিছিয়ে পড়েছি: ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

রাতে রহস্যজনকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে পিছিয়ে পড়েছেন বলে জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

তিনি বলেছেন, ‘নির্বাচনে আমি বেশ ভালোভাবেই এগিয়ে ছিলাম।

কিন্তু রাত যত বেড়েছে, আমি রহস্যজনকভাবে পিছিয়ে পড়েছি। হয়তো বৈধ উপায়ে প্রতিবাদ ও মোকাবিলা করলে আমি আবার এগিয়ে যেতে পারি। ’ শনিবার (৭ নভেম্বর) এক টুইট বার্তায় এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আরও কাছে পৌঁছেছেন। পেনসিলভানিয়া ও নেভাদা অঙ্গরাজ্যে ভোটের ব্যবধানে ট্রাম্প থেকে আগের চেয়ে অনেক এগিয়ে আছেন। এ দুই রাজ্যের যেকোনো একটিতে জিতলেই প্রেসিডেন্ট পদ নিশ্চিত হবে বাইডেনের। মার্কিন নির্বাচনে এবারে পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ট্রাম্প এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে নাটকীয়ভাবে এগিয়ে যান বাইডেন। এতে বাইডেনের জয়ের পথ স্পষ্ট হতে থাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত ২৬৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। জয়ের জন্য বাইডেনের প্রয়োজন আর মাত্র ছয়টি ভোট। নেভাদা, জর্জিয়া ও পেনসিলভানিয়া এ তিন রাজ্যেই এগিয়ে আছেন বাইডেন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।