রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া ও অ্যারিজোনা অঙ্গরাজ্য দীর্ঘ ২৮ বছর পর ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে। এ দুই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন বলেছেন, 'আমরা জিতবো, আপনারা ধৈর্য ধরুন। এখনো ভোট গণনা চলছে। আমি অনুরোধ করবো, আপনারা ধৈর্যহারা হবেন না, আমরা ঐতিহাসিক জয় পেতে যাচ্ছি। ২৮ বছর পর জর্জিয়া ও ২৪ বছর পর অ্যারিজোনা অঙ্গরাজ্যে আমাদের দখলে আসতে যাচ্ছে। ’
তিনি বলেন, ‘আমরা এ প্রতিযোগিতায় জিততে যাচ্ছি। ২৪ ঘণ্টা আগেও আমরা জর্জিয়ায় পিছিয়ে ছিলাম। কিন্তু এখন আমরা এগিয়ে এবং আমরা সেখানে জিততে যাচ্ছি। ২৪ ঘণ্টা আগে আমরা পেনসিলভানিয়াতেও পিছিয়ে ছিলাম। সেখানেও আমরা জিততে যাচ্ছি। অ্যারিজোনাতেই একই অবস্থা। পিছিয়ে থাকার পর আমরা এগিয়ে গেছি। ’
বাইডেন বলেন, ‘আমরা প্রায় ৩০০ ইলেক্টোরাল কলেজ ভোট পেতে যাচ্ছি। এ প্রতিযোগিতায় আমরা বেশ ভালোভাবেই এগিয়ে আছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি। সাত কোটি ৪০ লাখ মার্কিন নাগরিক আমাকে ভোট দিয়েছেন। এখনো আমাদের ভোট সংখ্যা বাড়ছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় আমরা ৪০ লাখ ভোটে এগিয়ে আছি। যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। ’
সর্বশেষ তথ্য অনুসারে এখন পর্যন্ত ২৬৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। জয়ের জন্য বাইডেনের প্রয়োজন আর মাত্র ছয়টি ভোট। নেভাদা, জর্জিয়া, পেনসিলভানিয়া এ তিন রাজ্যেই এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্প পেয়েছেন ২১৪টি।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
টিএম/আরবি/