ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন সেনা বিতাড়িত না হওয়া পর্যন্ত প্রতিশোধ চলবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, ডিসেম্বর ২১, ২০২০
মার্কিন সেনা বিতাড়িত না হওয়া পর্যন্ত প্রতিশোধ চলবে: ইরান

এ অঞ্চল থেকে মার্কিন সেনা বিতাড়িত না হওয়া পর্যন্ত প্রতিশোধ চলবে বলে মন্তব্য করেছেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি।  

তিনি বলেন, এ অঞ্চল থেকে সব মার্কিন সেনাকে বহিষ্কার করা হবে।

সব সেনা বিতাড়িত না হওয়া পর্যন্ত প্রতিশোধ প্রক্রিয়া অব্যাহত থাকবে।  

সোমবার ‘প্রতিরোধ রেডিও’ উদ্বোধনের সময় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মোহসেন রেজায়ি আরও বলেন, জেনারেল কাসেম সোলাইমানি হত্যার আরও প্রতিশোধ নেওয়া হবে। প্রথম প্রতিশোধ নেওয়া হয়েছে ইরাকে মার্কিন ঘাঁটি ‘আইন আল আসাদে’ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। উপযুক্ত সময়ে এই হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ গ্রহণ করা হবে।

ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব বলেন, কাসেম সোলাইমানি আন্তর্জাতিক প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন। তিনি ইরানের জন্য অনেক কিছু করেছেন।

গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে ট্রাম্পের সরাসরি নির্দেশে বিমান হামলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।