ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীকে ‘লিজিয়ন অব মেরিট’ সম্মাননা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
মোদীকে ‘লিজিয়ন অব মেরিট’ সম্মাননা দিলেন ট্রাম্প

ভারতের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘চিফ কমান্ডার অব দ্য লিজিওন অব মেরিট’ সম্মাননা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এটি এমন একটি সম্মাননা, যা শুধু রাষ্ট্রনেতারাই পান।

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে যেভাবে ক্রমশ ভারত বিশ্বের মধ্যে একটি বড় শক্তি হিসেবে উঠে আসছে, এই সম্মান তারই স্বীকৃতি বলে জানিয়েছেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন।

হোয়াইট হাউজে নরেন্দ্র মোদীর হয়ে এই সম্মাননা গ্রহণ করেন আমেরিকায় অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু। তার হাতে এই মানপত্রটি তুলে দেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন।

একইভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে দেওয়া হয়েছে এই সম্মাননা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।