আগামী ২০ জানুয়ারি দুপুরে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। রীতি অনুযায়ী এ অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
কিন্তু এ অনুষ্ঠানে অংশ নেবেন না বলে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় জানিয়েছেন ট্রাম্প।
তিনি টুইটে লিখেছেন, যারা জানতে চেয়েছেন, তাদের সবাইকে বলছি, আমি ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে যাব না।
এদিকে, বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে অধিবেশন চলাকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সেখানে ঢুকে সশস্ত্র হামলা চালান। এ ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও অনেকে আহত হন। সে সময় অধিবেশন স্থগিত হয়ে গেলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তা আবারও শুরু হয়।
এতে মার্কিন সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টিটিভস পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যের ভোটের আপত্তি খারিজ করে দিলে ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়।
আরও পড়ুন:
>>>যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলায় নিহত বেড়ে ৪
>>>যুক্তরাষ্ট্রের ঘটনায় চীনাদের মুচকি হাসি!
>>>অবশেষে পরাজয় মেনে নিলেন ট্রাম্প
>>>ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য ব্লক করলো ফেসবুক
বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
এসআই
To all of those who have asked, I will not be going to the Inauguration on January 20th.
— Donald J. Trump (@realDonaldTrump) January 8, 2021