করোনা ভ্যাকসিন নেওয়ার পর ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলায় মহিপাল সিং নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় মহিপাল সিং নামে ৪৬ বছর বয়সী ওই স্বাস্থ্য কর্মী মারা যান।
তবে এই মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলার প্রধান মেডিকেল কর্মকর্তা।
ওই স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত্যুর আগে বুক চেপে আসা ও শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছিলেন মহিপাল। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
মোরাদাবাদের প্রধান মেডিকেল কর্মকর্তা বলেন, তাকে শনিবার দুপুরে ভ্যাকসিন দেওয়া হয়। রোববার দুপুরে তিনি বুকে চাপ বোধ করেন এবং শ্বাসকষ্ট অনুভব করেন। তার মৃত্যুর কারণ আমরা অনুসন্ধান করছি। পোস্টমর্টেম হয়েছে। রিপোর্ট অনুযায়ী তার মৃত্যু ভ্যাকসিনের কারণে হয়েছে বলে মনে হয়নি।
মহিপাল সিংয়ের ছেলে বিশাল জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তার বাবার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং অনেক কাশছিলেন। তার কাশি ছিল, কিন্তু বাসায় ফেরার পর অবস্থা খুবই খারাপ হয়ে যায়।
শনিবার প্রথম দিনে উত্তর প্রদেশে ২২ হাজার ৬৪৩ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগামী ২২ জানুয়ারি ২য় দিনের মতো ভ্যাকসিন বিতরণ করার কথা রয়েছে রাজ্যটিতে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
নিউজ ডেস্ক