যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ হোয়াইট হাউসে শেষদিন ডোনাল্ড ট্রাম্পের। বিদায় বেলায়ও নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কোনো সৌজন্য দেখাননি ট্রাম্প।
বুধবার (২০ জানুয়ারি) সকালে তিনি হোয়াইট হাউস ছাড়বেন। তিনি নিজেই জয়েন্ট অ্যান্ড্রু বেস থেকে নিজের ফেয়ারওয়েল নেবেন।
স্থানীয় সময় দুপুরে জো বাইডেনের শপথ নেওয়ার আগেই তিনি বোয়িং-৭৪৭ নিয়ে ফ্লোরিডার মার এ লাগোতে যাবেন। বাইডেন শপথ নেওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজে এয়ারফোর্স ওয়ান সাইন থাকবে। এয়ারফোর্স ওয়ানের সাইন নিয়েই ফ্লোরিডা যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন ট্রাম্প।
বুধবার সকালে হোয়াইট হাউস থেকে চলে যাওয়ার আগে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ বা বিদায়বেলায় হাত মেলানোর কোনো কর্মসূচি রাখেননি ট্রাম্প। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও একই পথে হাঁটছেন। উত্তরসূরি ফার্স্ট লেডি জিল বাইডেনকে কোনো আমন্ত্রণ জানাননি তিনি।
স্থানীয় সময় দুপুর ১২টার দিকে যখন বাইডেন শপথ নেবেন, তখন ফ্লোরিডায় অবস্থান করবেন ট্রাম্প।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এফএম