ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অভিষেকের দিন বাইডেন-হ্যারিসের কার্যসূচি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
অভিষেকের দিন বাইডেন-হ্যারিসের কার্যসূচি

জো বাইডেনের অভিষেকের দিন ২০ জানুয়ারি। সাধারণত উদ্বোধনী বক্তব্যটি রাখা হয় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা)।

আর তার ঠিক আধ ঘণ্টা পর মধ্যাহ্নের সময় জো বাইডেন এবং কমালা হ্যারিস শপথ নেবেন। তারপর হোয়াইট হাউসে চলে যাবেন জো বাইডেন। যেটা হতে যাচ্ছে তার আগামী ৪ বছরের কর্মস্থল ও বাসস্থান।

অভিষেকের পর প্রেসিডেন্ট কার্যালয়ের দায়িত্ব নিয়েই জো বাইডেন করোনা ভাইরাস প্রতিরোধ, অভিবাসন পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ কিছু কাজ সারবেন। বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

যা থাকছে বাইডেন-হ্যারিসের কার্যসূচিতে

৮টা ৪৫ মিনিট: বাইডেন ও তার স্ত্রী এবং হ্যারিস ও স্বামী সেন্ট ম্যাথিউ দ্য প্রেস্টের ক্যাথেড্রালের যাবেন।

সেখান থেকে ফেরার পর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন জো বাইডেন এবং কমলা হ্যারিস। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তারা শপথ নেবেন।
২টা ২৫ মিনিট: বাইডেন এবং হ্যারিস ভার্জিনিয়ার আর্লিংটন সমাধিস্থলে যাবেন।  

৫টা ১৫ মিনিট: বাইডেন কার্যনির্বাহী আদেশে সই করবেন। একইসঙ্গে তিনি অন্যান্য দাপ্তরিক কাজ সম্পাদন করবেন।

৫টা ৪৫ মিনিট: ভার্চ্যুয়ালি প্রশাসনে যাদের নিয়োগ দেওয়া হবে তাদের শপথ পড়াবেন জো বাইডেন।

৮টা ৪৮মিনিট: বাইডেন এবং হ্যারিস ‘সেলিব্র্যাটিং আমেরিকা’ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।