ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতের টিকা নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
ভারতের টিকা নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী

ভারতের তৈরি করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন নেপালের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

তাকে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে (টিইউএইচ) এই টিকা দেওয়া হয়।

এর মধ্য দিয়ে দেশটিতে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্যায়ের টিকা কর্মসূচি শুরু হয়েছে।  

টিকা নেওয়ার পর প্রধানমন্ত্রী অলি করোনাকে পরাজিত করার জন্য কোনো ভয় ছাড়াই সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।  

৬৯ বছর বয়সী অলির কিডনি প্রতিস্থাপন করা হয় গত বছর।

দ্য হিমালয়ান টাইমস জানায়, দ্বিতীয় পর্যায়ে সারা দেশে ৬৫ বছরের বেশি বয়সী মানুষকে টিকা দেওয়া হবে।  

এই বছরের শুরুতে ভারত থেকে ১০ লাখ ডোজ করোনা টিকা পায় নেপাল। এছাড়া ভারত থেকেই ২০ লাখ ডোজ টিকা কিনে নেয় অলি সরকার।  

৬৫ বছরের বেশি বয়সী ১৬ লাখ প্রবীণ নাগরিককে টিকা দেওয়ার জন্য মাঠে নেমেছে নেপাল সরকার। এ জন্য সারা দেশে প্রায় ৬,০০০ টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এছাড়া পার্বত্য অঞ্চলের ১৫টি জেলায় ৫৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের করোনা টিকা দেওয়া হবে।  

নেপাল এই বছরের ২৭ জানুয়ারি তারিখে প্রথম পর্যায়ের টিকা প্রচারাভিযান শুরু করে এবং প্রথম সারির কর্মীদের টিকা প্রদান করে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
নিউহ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।