ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্ধ হবে হাজার মাদ্রাসা ও নারীদের বোরকা পরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
শ্রীলঙ্কায় বন্ধ হবে হাজার মাদ্রাসা ও নারীদের বোরকা পরা

 

ইসলাম শিক্ষায় শিক্ষিত হতে মুসলিমদের জন্য মাদ্রাসা গুরুত্বপূর্ণ। আর মুসলিম নারীদের জন্য পর্দা করাও বাধ্যতামূলক।

এদিকে শ্রীলঙ্কার জননিরাপত্তা মন্ত্রী শারাথ বীরসেকের বলেছেন, শ্রীলঙ্কায় মুসলিম নারীদের বোরকা পরিধানে নিষেধাজ্ঞা জারি এবং এক হাজারের অধিক ইসলামিক স্কুল বন্ধ করে দেওয়া হবে।  

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন বলে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়। শারাথ আরও বলেছেন, গত শুক্রবার জাতীয় নিরাপত্তার স্বার্থে মুসলিম নারীদের বোরকা পরিধানে নিষেধাজ্ঞা জারি করতে মন্ত্রীসভায় অনুমোদনের জন্য তিনি একটি বিলে স্বাক্ষর করেছেন।

এই মন্ত্রী দাবি করেন, ‘সরকার এক হাজারের বেশি মাদ্রাসা বন্ধের পরিকল্পনা করছে। এসব মাদ্রাসা দেশের জাতীয় শিক্ষানীতি ধ্বংস করছে। কেউ একটি স্কুল খুলে শিক্ষার্থীদের যা ইচ্ছা শেখাতে পারে না। ’
উল্লেখ্য, শ্রীলঙ্কার জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম। দেশটিতে বাইরে যাওয়ার সময় মুসলিম নারীদের একটি বড় অংশ বোরকা পরেন।  

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।