ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভে আবারও গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
মিয়ানমারে বিক্ষোভে আবারও গুলি, নিহত ৫ মিয়ানমারে বিক্ষোভে আবারও গুলি

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, রোববার (১৪ মার্চ) মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন বিক্ষোভকারী নিহত হন।

এছাড়া, দেশটির অন্য অঞ্চলে সামরিক সরকারবিরোধী বিক্ষোভে গুলিতে অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মিয়ানমারজুড়ে সামরিক জান্তা-বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি ও দমন-পীড়নে শনিবার (১৩ মার্চ) পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সেই সঙ্গে দুই হাজার এক শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স অ্যাডভোক্যাসি গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।