ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ছেলের বিয়েতে আকাশ থেকে কোটি কোটি টাকা উড়ালেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, মার্চ ১৮, ২০২১
ছেলের বিয়েতে আকাশ থেকে কোটি কোটি টাকা উড়ালেন বাবা ছেলের বিয়েতে আকাশ থেকে কোটি কোটি টাকা উড়ালেন বাবা

ছেলের বিয়েতে উচ্ছ্বসিত হয়ে আমন্ত্রিতদের ওপর টাকার বর্ষণ করেছেন বাবা। টাকা বর্ষণের জন্য ভাড়া করে আনা হয়েছিলো হেলিকপ্টার।

নতুনত্ব ও চমক আনতেই এমন পদক্ষেপ নেন বরের বাবা।

ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ২৪ পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানায়, পাকিস্তানের পাঞ্জাবে অভিনব এ ঘটনাটি ঘটে। বিয়েতে আমন্ত্রিতদের ওপর নিজের হাতে ১৫ কোটি টাকা ফেলেছেন ছেলের বাবা। আনন্দে আটখানা বাবার এমন কাণ্ড বিশ্বজুড়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। টাকার সঙ্গে ছিলো গোলাপের পাপড়িও।

টাকা উড়ানোর মুহূর্তের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কেউ কেউ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কালো টাকার অভিযোগ এনেছেন অনেকেই। তবে মজা করে একাংশ এমন বিয়ে বাড়িতে খেতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

জানা যায়, হরিয়ানা থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাণ্ডি বাহুউদ্দীনে বিয়ে করতে গিয়েছিলেন বর। পরিকল্পনা মাফিক টাকা ওড়ানোর জন্য হেলিকপ্টার ভাড়া করেন তারা।

 

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।