ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

চীনকে ঠেকাতে ভারত সফর করবেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
চীনকে ঠেকাতে ভারত সফর করবেন বরিস জনসন

আগামী এপ্রিলে ভারত সফর করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি এ অঞ্চলে যুক্তরাজ্যের সুযোগ-সুবিধা বাড়াতে এবং চীনে একটি গণতান্ত্রিক পক্ষ তৈরির জন্য কাজ করবেন।

খবর রয়টার্সের।

ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হওয়ার কথা ছিল জনসনের। কিন্তু যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি অবনতির কারণে নতুন চাপ ছড়িয়ে পড়ায় তিনি সফর বাতিল
করেন।  

হংকং, করোনা মহামারির মতো ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক টানটান অবস্থায় আছে।  

এরইমধ্যে যুক্তরাজ্য যদি রানি এলিজাবেথ এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করে, তবে দক্ষিণ চীন সাগরে সামরিক উত্তেজনা বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটেন এ বছর দুটি প্রভাবশালী ভূমিকা পালন করবে। প্রথমটি জুন মাসে প্রথম মহামারি পরবর্তী জি৭ শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয়টি নভেম্বরে জলবায়ু সম্মেলনের আয়োজন।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।