ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে হুমকির মুখে ফরাসি দূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
পাকিস্তানে হুমকির মুখে ফরাসি দূত

ফ্রান্স ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। এরইমধ্যে ইসলামাবাদে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মার্ক বারেটিকে বহিষ্কারের দাবি জানিয়েছে পাকিস্তানের ইসলামপন্থী কিছু রাজনৈতিক দল।

এ কারণে নিরাপত্তা নিয়ে হুমকির মুখে আছেন ফরাসী রাষ্ট্রদূত।

ফ্রান্স ইসলামের নবীকে অপমান করেছে, এমন অভিযোগ তুলে ফরাসী রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। এ নিয়ে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান কাছে যে আলটিমেটাম দিয়েছে, তা থেকে পিছু হটতে অস্বীকার করেছে দলটি।  

ব্লাসফেমির অভিযোগ তুলে ইসলামী রাজনৈতিক দলটি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং ফরাসি পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছে।

সরকার এর বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আইন না করার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে।  

পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি টুইটারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমন করেছেন।

ফরাসি দূতকে বহিষ্কারের দাবিতে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের হুমকির পর ইমরান খানের সরকার ২০ এপ্রিলের আগে বিষয়টি দেশের সংসদে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।  সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।