ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট সামিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট সামিয়া

তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হলেন সামিয়া সুলুহু হাসান। শুক্রবার (১৯ মার্চ) তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দারুসসালামে ৬১ বছর বয়সী সামিয়া হাসান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তারা সামিয়াকে অভিনন্দন জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে সামিয়া হাসান সততার সঙ্গে তানজানিয়ার সংবিধান সমুন্নত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।

তানজানিয়ার প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকার মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার কথা। সামিয়া সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ২০২০ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত নির্বাচনে মাগুফুলি ও সামিয়া পুনর্নির্বাচিত হন। ২০১৫ সাল থেকে সামিয়া হাসান ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত বুধবার (১৭ মার্চ) তানজানিয়ার সরকারি টেলিভিশনে সামিয়া হাসান প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুর খবর ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মাগুফুলি মারা যান।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।