ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীর সফরসঙ্গীরা ঢাকায় খাদির তৈরি মুজিব কোট পরবেন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
মোদীর সফরসঙ্গীরা ঢাকায় খাদির তৈরি মুজিব কোট পরবেন 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব অনুষ্ঠানে খাদি কাপড়ের তৈরি মুজিব কোট পরবেন তার সফরসঙ্গীরা।  

আগামী ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন মোদী।

 

খাদির তৈরি ১০০টি মুজিব কোর্ট সরবরাহ করেছে ভারতের খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (কেভিআইসি)।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইকনিক পোশাক হিসেবে ‘মুজিব কোট’ বাংলাদেশে অনেক জনপ্রিয়।  

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরের আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ১০০টি মুজিব কোট তৈরির অর্ডার দেয়। এই মুজিব কোট বঙ্গবন্ধুর ‘প্রতীকী পোশাক’ হিসেবে খ্যাত। ইতিমধ্যে কেভিআইসি ১০০টি মুজিব কোট সরবরাহ করেছে।

জানা গেছে, বিশেষভাবে নকশাকৃত মুজিব কোটগুলো উচ্চমানের পলি খাদি কাপড় দিয়ে তৈরি। কালো রঙের মুজিব কোটগুলোতে ছয়টি বোতাম এবং নিচের দিকে সামনে দুটি পকেট রয়েছে। এছাড়া বুকের বামপাশে একটি পকেট রয়েছে। যেমনটা বঙ্গবন্ধু পরিধান করতেন।  

কেভিআইসির চেয়ারম্যান ভিনাই কুমার সাক্সেনা বলেন, মুজিব জ্যাকেট বাংলাদেশে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এটা গর্বের বিষয় যে খাদির তৈরি মুজিব কোট প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় পরা হবে, যিনি খাদির সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

তিনি আরো বলেন, এটি বিশ্বব্যাপী কূটনৈতিক মঞ্চে খাদিকে ব্যাপকভাবে উন্নীত করবে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।