সাংহাইয়ের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়া ছয় আমেরিকানসহ নয় ছাত্রকে সম্প্রতি চীনা পুলিশ আটক করেছে।
জানা গেছে, একই রাতে দুটি পৃথক ঘটনায় তাদের আটক করা হয়।
এক ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের অনুষদের মতে, যুক্তরাষ্ট্রের দুই ছাত্রকে একটি পানশালা থেকে আটক করা হয়েছে। ছাত্রটি দ্য ওয়াশিংটন পোস্টকে জানায়, আটকের সময় তার মাতায় লাথি মারা হয়েছে।
ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীরা জানান, একটি পৃথক গ্রুপের সাতজন ছাত্রকে একটি বাড়ি থেকে আটক করা হয়েছে।
তারা আরো জানান, মাদক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাদের ১১ থেকে ১৬ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়।
এটা অস্পষ্ট যে চীনের মাদক বিরোধী নীতির অংশ হিসেবে ছাত্রদের আটক করা হয়েছে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার মধ্যে রাজনৈতিক কারণে তাদের আটেক করা হয়েছে।
মজার ব্যাপার হচ্ছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌছেছে।
এনওয়াইইউয়ের একজন মুখপাত্র জুন শিহ দ্য ওয়াশিংটন পোস্টকে বলেছেন, বিশ্ববিদ্যালয় জানে না কেন চীনা কর্তৃপক্ষ জন্মদিনের পার্টিতে সবাইকে আটক করেছে।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
নিউজ ডেস্ক