হংকংয়ে টিকা পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা টিকা নেওয়ার পর সেখানে আরো দুইজন মারা গেছেন। নয়জনের মুখ বাঁকা হয়ে গেছে বা পক্ষাঘাত আক্রান্ত হয়েছেন।
যারা মারা গেছেন তারা চীনে তৈরি সিনোভ্যাক ভ্যাকসিন নিয়েছিলেন। তাদের একজনের বয়স ৮০, আরেকজনের ৬০।
এর আগে হংকংয়ে চীনের টিকা নিয়ে ৭ জন মারা যাওয়ার খবর পাওয়া যায়।
হংকংয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত সংখ্যা ১১,৪১৯। এর মধ্যে মারা গেছে ২০৪ জন।
জার্মানির তৈরি বায়োনটেক টিকা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় ২১টি কমিউনিটি টিকা কেন্দ্রে টিকা প্রয়োগ বাতিল করা হয়েছে।
স্থানীয় পরিবেশক সাংহাই ফোসুন ফার্মাসিউটিক্যাল ২১০১০২ ব্যাচে শিশি সিলসহ সমস্যার বিষয়ে হংকং এবং ম্যাকাও সরকারকে অবহিত করেছে এবং নিরাপত্তার স্বার্থে কর্মকর্তারা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত শট সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ ত্রুটিপূর্ণ সীলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
কর্মকর্তারা বলেছেন, দ্বিতীয় ব্যাচ ব্যবহার করে টিকা ২১০১০৪ নাম্বার - সতর্কতা হিসেবে স্থগিত করা হবে। কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, বায়োনটেক এবং ফোসুন নিরাপত্তার ঝুঁকি রয়ে গেছে এমন কিছু খুঁজে পায়নি। সূত্র: দ্যা স্টার
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
নিউজ ডেস্ক