ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় ২৭ লাখেরও বেশি মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
বিশ্বে করোনায় ২৭ লাখেরও বেশি মানুষের মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ২৭ লাখ ৮৭ হাজার ৯১৫ জন মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে।

এরপরেই রয়েছে ব্রাজিল। সোমবার (২৯ মার্চ) যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য সংরক্ষণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২৯ মার্চ পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ লাখ ৮৭ হাজার  ৯১৫ জন মানুষ। সবচেয়ে বেশি মারা গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে মারা গেছেন ৫ লাখ ৪৯ হাজার ৬৬৪টি। ব্রাজিলে মারা গেছে ৩ লাখ ১২ হাজার ২০৬ জন। মেক্সিকোয় ২ লাখ ১ হাজার ৬২৩ জন। ভারতে ১ লাখ ৬১ হাজার ৮৪৩ জন। যুক্তরাজ্যে ১ লাখ ২৬ হাজার ৮৫৭ জন। ইতালিতে ১ লাখ ৮ হাজার ৩৫০ জন মারা গেছেন।

বিশ্বজুড়ে ১২ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ৯২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে ৩ কোটি ২ লাখ ৯১ হাজার ৮৬৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন। বিশ্বে ৭ কোটি ২২ লাখ ৭৬ হাজার ৭২৪ জন মানুষ করোনা থেকে মুক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
টিআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।