ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে টানেলে লাইনচ্যুত ট্রেন, নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
তাইওয়ানে টানেলে লাইনচ্যুত ট্রেন, নিহত ৩৬

তাইওয়ানে টানেলের মধ্যে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

আট বগির ট্রেনটিতে ৩৫০ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।

শুক্রবার (২ এপ্রিল) সকালে পূর্ব তাইওয়ানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন, আল জাজিরা জানিয়েছে প্রাথমিকভাবে ৭২ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকে এখনো ভিতরে আটকে আছে।

কেন্দ্রীয় জরুরি অপারেশন সেন্টারের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, টানেলের ভিতরে চারটি বগি মারাক্তকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনার পর প্রকাশ পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে আটকে থাকা যাত্রীরা কেউ কেউ ক্ষতিগ্রস্ত বগি থেকে নামার চেষ্টা করছিলেন, কাউকে আবার হাঁটিয়ে বের করে আনছেন উদ্ধারকর্মীরা।

এর আগে ২০১৮ সালে উত্তর তাইওয়ানে একটি ট্রেন দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি হয়। আহত হন অন্তত ১৭৫ জন। আজকের দুর্ঘটনা গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।