ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনকে বাক স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান ইইউয়ের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
চীনকে বাক স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান ইইউয়ের

ক্রমাগত হুমকির মুখে থাকা বিবিসির এক সাংবাদিক তাইওয়ানে স্থানান্তরিত হওয়ার পর চীনকে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  

জন সুডওয়ার্থ নামের ওই সাংবাদিক বিবিসি রেডিওকে বলেন, তিনি পরিবারের সাথে চলে এসেছেন, কারণ ওই দেশে থাকা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

তবে বেইজিং কোনও হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছে।

ইইউ বলেছে, হুমকির মুখে চীন থেকে বিদেশি সাংবাদিক চলে যাওয়ার সর্বশেষ ঘটনা এটা। গত বছর কমপক্ষে ১৮ জন সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে বারবার চীনা কর্তৃপক্ষের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ।

ইইউয়ের পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেন, সীমান্তজুড়ে তথ্য প্রদান এবং ইইউ ও চীনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে পররাষ্ট্র সংবাদদাতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।