ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রমজান উপলক্ষে ৬৮০ পণ্যের দাম কমালো কাতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
রমজান উপলক্ষে ৬৮০ পণ্যের দাম কমালো কাতার

আর কয়েকদিন পর শুরু হবে পবিত্র মাহে রমজান মাস। এ উপলক্ষে ৬৮০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার।

সোমবার (৫ এপ্রিল) কাতারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

রমজান মাসে সাধারণত খরচ বৃদ্ধি পায়, কিন্তু ওই মাসে ক্রেতারা যাতে কম মূল্যে খাদ্যদ্রব্য কিনতে পারেন সেজন্য দেশটির বড় বড় সুপারমার্কেটের সঙ্গে সমন্বয় করে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে অর্থ ও শিল্প মন্ত্রণালয়। ফলে এখন থেকে আগামী ৩০ রমজান পর্যন্ত এই দাম কার্যকর থাকবে কাতারের সর্বত্র। এসব পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, দুধ, চিনি, মুরগিসহ বিভিন্ন পণ্য রয়েছে।

পণ্যের তালিকা দেখতে ক্লিক করুন

এদিকে তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। দাম কমানো পণ্যের পুরো তালিকা দেখতে ক্লিক করুন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।