করোনা সংক্রমণে ভারত বিশ্বে এখন তৃতীয়। দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ।
শুক্রবার (৯ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সবশেষ ২৪ ঘণ্টার এ পরিসংখ্যান জানিয়েছে সিএনএন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জন। যা একদিনে সর্বোচ্চ।
মাত্র ১১ দিনে আক্রান্ত হয়েছে ১০ লাখের বেশি। গতবছরের সেপ্টেম্বর মাসে প্রথম ঢেউয়ের চূড়ায় যখন ছিল তখন একবার এমনটি ঘটেছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৭৮০ জন। যা গতবছরের ১৮ অক্টোবরের পর সর্বোচ্চ।
প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬৭ হাজার ৬৯৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে আছে মহারাষ্ট্র।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
এএ